শাক সবজি ফল
লেবানিজ সালাদ

লেবানিজ সালাদ

 

টমোটো

খিরা

কেপসিকাম (ইচ্ছা)

পেঁয়াজ

৪ টি

২ টি

১ টি

৪ টি

লেটুসপাতা

পারসলিপাতা (ইচ্ছা)

লবণ,গোলমরিচ

ফ্রেঞ্চ ড্রেসিং

২ টে. চা.

১ টে. চা.

১। টমেটো, খিরা, কেপসিকাম ও পেঁয়াজ খুব ছোট চৌকো টুকরা কর। দুই টেবিল চামচ টমেটোর রস নাও। লেটুসপাতা ও পারসলিপাতা মিহি কুচি কর।

২। সব সবজি এক সঙ্গে নিয়ে লবণ.গোলমরিচ ও ফ্রেঞ্চ ড্রেসিং মিশিয়ে পরিবেশন কর। ৬ পরিবেশন হবে।

—————————
সিদ্দিকা কবীর