শাক সবজি ফল
বিন রসুন

উপকরণঃ

  1. ফ্রেঞ্চ বিন – ৫০০ গ্রাম
  2. রসুন বাটা – ২ টেবিল চামচ
  3. মাখন অথবা সাদা তেল – ২ টেবিল  চামচ
  4. লঙ্কা গুঁড়ো – ১/৪ চা চামচ
  5. পার্সলে কুচোনো – ১ টেবিল চামচ
  6. নুন, গোলমরিচ – স্বাদ  অনুযায়ী 

প্রণালীঃ

  1. বিনের বোঁটা আর মাথার দিক কেটে নিন।
  2. নুন দিয়ে জল ফুটিয়ে নিয়ে বিন ভিজিয়ে রাখুন  ৩/৪ মিনিট।
  3. ফুটন্ত জল থেকে তুলে ঠান্ডা জলে ধুয়ে জল থেকে তুলে রাখুন।
  4. মাখন অথবা তেল গরম হলে  পার্সলে দিয়ে একটু নাড়াচাড়া করে রসুন বাটা দিন।
  5. ২/৩ মিনিট নাড়াচাড়া করে বিন দিন।
  6. নুন,  গোলমরিচ দিয়ে ৪/৫ মিনিট কম আঁচে ঢাকা দিয়ে রান্না করুন।
  7. বিন সিদ্ধ হলে নামান।