শাক সবজি ফল
চিজারনি

উপকরণঃ

  1. ম্যাকারনি — ১৫০ গ্রাম
  2. তেল — ১ চা চামচ
  3. মাখন — ৫০ গ্রাম
  4. ময়দা — ৫০ গ্রাম 
  5. দুধ — ২ কাপ
  6. চিজ — ৭৫ গ্রাম
  7. টোম্যাটো — ৩টি
  8. নুন, গোলমরিচ — আন্দাজমতো   

প্রণালীঃ

  1. লবণ জলে ম্যাকারনি সিদ্ধ করে জল থেকে ছেঁকে রাখুন।
  2. এতে এক চামচ তেল দিয়ে নেড়ে নিন,  তাহলে আটকে যাবে না।
  3. ম্যাকারনি সিদ্ধটা একটা চৌকো পাত্রে রাখুন।
  4. এবারে মাখন গলিয়ে নিয়ে এতে  ময়দা দিয়ে দুঞ্চমিনিট নেড়ে মিশিয়ে দিন।
  5. এবারে অল্প অল্প করে দুধ মিশিয়ে হোয়াইট সস্‌ তৈরি  করুন।
  6. ক্রমাগত নাড়বেন, নয়তো ময়দা দলা পাকিয়ে যাবে।
  7. এবারে চিজ, নুন, গোলমরিচ দিয়ে ঢিমে  আঁচে ২/৩ মিনিট রান্না করে ম্যাকারনি সঙ্গে মেশান।
  8. টোম্যাটোর খোসা ছাড়িয়ে অর্ধেক করে মিশ্রণটির  ওপরে সাজিয়ে দিন।
  9. ওপরে দিন কোরানো চিজ।
  10. ১৫ মিনিট ওভেনে বেক করে নিন, গরম গরম  পরিবেশন করুন।