মাছ
সিন্ধি চিংড়ি

উপকরণঃ

  1. চিংড়ি মাছ – ৫০০ গ্রাম
  2. লংকা গুঁড়ো – ১ চা চামচ
  3. রসুন বাটা – ১ চা চামচ
  4. জিরে গুঁড়ো – ১ চা চামচ
  5. কুচোনো পেঁয়াজ – ১টা
  6. কুচোনো টমেটো — ১টা
  7. ছোট বেগুন চার ফালি করা – ২টা
  8. ক্যাপসিকাম গোল করে কাটা — ১টা     

প্রণালীঃ

  1. মাছ নুন মেখে রাখুন।
  2. তেল গরম হলে পেঁয়াজ কুচি ভাজুন।
  3. সামান্য রং ধরলে এতে নুন, টমেটো কুচি দিন।
  4. এবারে রসুন, লংকা গুঁড়ো দিন।
  5. সামান্য ভেজে চিংড়ি মাছ দিন।
  6. সামান্য নাড়াচাড়া করে জল দিন।
  7. ঘন হয়ে এলে নামিয়ে নিন।
  8. বেগুনে নুন মেখে ছাঁকা তেলে ভাজুন।
  9. ক্যাপসিকাম ভাজুন।
  10. মাছের ওপর সাজিয়ে পরিবেশন করুন।