মাছ
দই চিংড়ি ২

উপকরণঃ

  1. চিংড়ি – ৫০০ গ্রাম
  2. পেঁয়াজ – ২টি কুচোনো
  3. রসুন বাটা – ৮/১০ কোয়া
  4. কাঁচা লঙ্কা চেরা – ৪/৫টা আদা
  5. বাটা – ১ চা চামচ
  6. নুন, মিষ্টি – স্বাদ অনুযায়ী
  7. তেল – ৩ টেবিল চামচ
  8. দই – ১৫০ গ্রাম
  9. জিরা ভাজার গুঁড়ো – ১ চা চামচ  

প্রণালীঃ

  1. চিংড়ি মাছ আদা, রসুন বাটা দিয়ে মেখে রাখুন।
  2. তেল গরম হলে পেঁয়াজ কুচি দিন।
  3. পেঁয়াজ নরম হলে চিংড়ি দিন।
  4. সামান্য ভাজুন।
  5. দই, নুন, কাঁচা লঙ্কা দিন।
  6. আঁচ কমিয়ে রান্না করুন।
  7. চিনি দিন।
  8. ৮/১০ সেকেন্ডের বেশি আঁচে রাখবেন না। পানি বেরিয়ে যাবে।
  9. পাত্রে ঢেলে ওপরে ভাজা জিরের গুঁড়ো ছড়িয়ে পরিবেশন করুন।