মাছ
চিংড়ি কোরমা

উপকরণঃ

  1. মাঝারি সাইজের চিংড়ি – ৫০০ গ্রাম
  2. দই – ১৫০ গ্রাম
  3. আদা ও রসুন বাটা – ১ চামচ করে প্রতিটা
  4. হলুদ গুঁড়ো – ১/৪ চা চামচ
  5. ঘি অথবা সাদা তেল – ২ বড় চামচ
  6. পোস্ত বাটা – ১ বড় চামচ
  7. কাঁচা লংকা লম্বা করে চেরা – ৪/৫ টা
  8. নুন – আন্দাজমত

প্রণালীঃ

  1. দই, আদা বাটা ও হলুদ দিয়ে চিংড়ি মেখে রাখুন ১/২ ঘন্টা।
  2. ঘি অথবা সাদা তেল গরম হলে কাজুবাদাম, ধনে , পোস্ত বাটা হালকা বাদামী করে ভাজুন।
  3. মাখা চিংড়ি দিয়ে সামান্য নাড়াচাড়া করুন।
  4. কাঁচা লংকা ও পরিমাণ মতো নুন দিন।
  5. ৫ থেকে ৭ মিনিট রান্না করুন কম আঁচে।
  6. মাখা মাখা হবে।
  7. ইচ্ছে হলে নামিয়ে পাত্রে ঢেলে ওপরে কাজুবাদাম কুচি, ধনে পাতা কুচি দিতে পারেন।