মাংস
বোটি কাবাব

বোটি কাবাব

 

হাড়ছাড়া মাংস ১কেজি মরিচ, বাটা ১টে.চা
দই / কাপ জিরা, বাটা ২চা চা
পেপে, বাটা ১টে.চা আদা, বাটা ১চা চা
গোলমরিচ, বাটা / চা চা রসুন, বাটা / চা চা
লবঙ্গ ২টি পেঁয়াজ, বাটা ৪টি
এলাচ ৪টি লবণ ১চা চা
দারচিনি, ২সে.মি ৩টুকরা চিনি ১চা চা
জায়ফল / চা চা তেল ১চা চা
জয়ত্রী / চা চা শিক ও কাঠ কয়লা  

 

১। লবঙ্গ, এলাচ, দারচিনি, জায়ফল ও জয়ত্রী সামান্য ঢেলে গুঁড়া কর।

২। মাংসের পানি নিংড়ে ৩সে.মি চৌকা টুকরা কর।

৩। সমস্ত উপকরণ একসঙ্গে মেখে ১০-১২ ঘন্টা ভিজিয়ে রাখ।

৪। শিকে মাংস গেঁথে কাঠ কয়লার আগুনে ১৫-২৫ মিনিট ঝলসাও।

৫। টমেটোর সালাদের সঙ্গে গরম কাবাব পরিবেশন কর।