মাংস
কাবাব এ মুরগ্‌

উপকরণঃ

  1. মুরগি হাড় সমেত – ৫০০ গ্রাম (৮/১০ টুকরো)
  2. আদা – ১ ইঞ্চি পরিমাণ
  3. রসুন – ৮ কোয়া
  4. পেঁয়াজ বাটা – ১ টা
  5. লঙ্কার গুঁড়ো – ১/২ চা চামচ
  6. গরমমশলা – ১/২ চা চামচ দই – ৫০ গ্রাম
  7. সয়াসস – ১ টেবিল চামচ
  8. অ্যারারুট – পরিমাণমতো

প্রণালীঃ

  1. সব মশলা, সয়াসস, দই একসঙ্গে মিশিয়ে নিন।
  2. নুন দেবেন পরিমাণমতো।
  3. এই মিশ্রণে মুরগিটা অন্ততঃ দু-ঘন্টা ভিজিয়ে রেখে সামান্য সিদ্ধ করে নিন।
  4. অ্যারারুট আন্দাজমতো জল দিয়ে বেসনের মতো গুলে নিন।
  5. এই গোলায় সিদ্ধ করা মুরগির টুকরো ডুবিয়ে ভেজে তুলুন।