বিদেশী রান্না
সেনডল

সেনডল

 

এ্যারারুট ৬০ গ্রাম দুধ ২ কাপ
পানি /৩  কাপ চিনি /কাপ
এ্যাপেল গ্রীন, এগ ইয়েরো লেমন ইয়েলো রং   নারিকেলের ঘন দুধ

গোলাপজল ইচ্ছা

২ কাপ
   

 

১। এ্যারারুট ও পানি একসাথে মিশাও। ভালভাবে নেড়ে ৩ টি বাটিতে সমান ৩ ভাগ করে রাখ। খুব হালকা করে ৩ বাটিতে ৩টি রং মিশাও। সবুজ, কমলা, হলুদ তিনটি রঙই খুব হালকা হবে।

২। হাতল দেয়া সসপ্যানে প্রত্যেক রঙের এ্যারারুট আলাদা রান্না করতে হবে। বড় গামলায় বরফ মিশানো পানি নাও। সসপ্যানে গোলানো এ্যারারুট নিয়ে উনুনে দাও। মৃদু আঁচে নাড়তে থাক। ঘন থকথকে এবং চকচকে দেখালে উনুন থেকে নামিয়ে ঝাঁঝরিতে নাও। হাত বা চামচ দিয়ে চেপে বরফ পানির উপরে এ্যারারুটের বুন্দিয়া ফেল। এভাবে তিন রঙের আলাদা বুন্দিয়া কর।

৩। বরফ পানি থেকে বুন্দিয়া ছেঁকে তুলে ছড়ানো থালায় রাখ। এক রঙের বুন্দিয়ার উপরে আরেক রং ছড়িয়ে রাখবে। সবুজের উপরে হলুদ এবং হলুদের উপরে কমলা রাখবে।

৪। দুধের সাথে অল্প অল্প চিনি দিয়ে জ্বাল দাও। সব চিনি দেয়া শেষ হলে নারিকেলের দুধ দিয়ে ২-৩ বার ফুটাও। নামিয়ে ঠান্ডা করে রেফ্রিজারেটরে রাখ। ঠান্ডা বুন্দিয়ার সাথে দুধ ও বরফকুচি মিশিয়ে পরিবেশন কর।

—————————
সিদ্দিকা কবীর
রান্না খাদ্য পুষ্টি