বিদেশী রান্না
ফিশ সস

উপকরণঃ

  1. চিনি ১/২ চা চামচ
  2. সয়াসস পাতলা ২ টেবিল চামচ
  3. আনশবি ফিলে ১২ টি
  4. আনশিবি এসেন্স ৪ টেবিল চামচ।

প্রণালীঃ

  1. আনশবি ফিলে মিহি করে বেটে সব উপকরন একসাথে মিশিয়ে নিন।
  2. লিকুইডাইজারে ব্লেন্ড করে নিন।
  3. বোতলে মুখ বন্ধ করে রেফ্রিজারেটরে ২-৩ সপ্তাহ রাখা যাবে।