পানীয়-স্যুপ
সামার কুল

উপকরণঃ

  1. কমলালেবুর রস – ৩ কাপ
  2. রোজ সিরাপ – আধ কাপ
  3. লেবুর রস – ২-৩ চামচ
  4. Chilled  সোডা- ৩/৪ বোতল
  5. বরফগুঁড়ো
  6. কালো আঙুর বা চেরি – কয়েকটা   

প্রণালীঃ

  1. কমলালেবুর রসে পাতিলেবুর রস মেশান।
  2. এবারে গ্লাস কাত করে আস্তে আস্তে রসটা ঢালুন, যাতে  রোজ সিরাপ ও লেবুর রসের লেয়ার আলাদাভাবে বোঝা যায়।
  3. এবার আস্তে করে সোডা ঢালুন। আলতো করে  বরফগুঁড়ো মেশান।
  4. চেরি বা কালো আঙুর চিরে গ্লাসের মুখে লাগিয়ে দিন।
  5. পু্দিনা পাতা ও লেবুর চাকাও  দিতে পারেন।
  6. একটা স্টারার দিয়ে পরিবেশন করুন।