পানীয়-স্যুপ
সাদা-কালো স্যাটিন

উপকরণঃ

  1. নারকেল বা ডাবের জল – দেড় কাপ, 
  2. আনারসের রস – দেড় কাপ, 
  3. আইসক্রিম – ২-৩  টেবিলচামচ   

প্রণালীঃ

  1. সব উপকরণ একটা পাত্রে মিশিয়ে ফ্রিজে রেখে দিন।
  2. পরিবেশনের সময় বরফ দিয়ে ব্লেন্ডারে  মিশ্রণ তৈরি করুন।
  3. কয়েক সেকেন্ড ব্লেন্ড করুন।
  4. আনারসের চাকা বা চেরি সাজিয়ে সার্ভ করুন।