পানীয়-স্যুপ
ফ্রুট পাঞ্চ

উপকরণঃ

  1. তরমুজের রস- ১ কাপ
  2. আইসক্রিম সোডা- সিকি কাপ
  3. ভ্যনিলা আইসক্রিম- ১ কাপ 
  4. চিনি- ২ চামচ
  5. বরফ কুচি    

প্রণালীঃ

  1. তরমুজের রস, চিনি ও সোডা একসঙ্গে মিশিয়ে ব্লেন্ডারে দিন।
  2. হয়ে গেলে ফ্রিজে রেখে ঠান্ডা  করে নিন।
  3. পরিবেশনের সময় বরফ কুচি ও ভ্যনিলা আইসক্রিম দিয়ে সার্ভ করুন।