পানীয়-স্যুপ
কাঁচা আমের স্কোয়াস

কাঁচা আমের স্কোয়াস

কাঁচা আম

ঠান্ডা পানি

৪ টি

৩ কাপ

সিরাপ বা চিনি

সবুজ রং সামান্য

১ কাপ

১। কাঁচা আম খোসা ছাড়িয়ে স্লাইস কর। আম ছেঁকে রস ছেঁকে নাও। পানি ও সিরাপ মিশিয়ে রেফ্রিজারেটরে রাখ। অথবা,আম সবজি কুরুনিতে কুরিয়ে তারপর পানি মিশিয়ে চিপে রস নেয়া যায়।

২। পরিবেশনের আগে সামান্য রং মিশাও। বরফ দিয়ে পরিবেশন কর।