পানীয়-স্যুপ
কমলা-টোম্যাটো পাঞ্চ

উপকরণঃ

  1. কমলার রস- ৩ কাপ (টিন)
  2. টোম্যাটোর রস- ২ কাপ (টিন)
  3. পু্দিনা কুচনো- ১ চামচ 
  4. নুন, গোলমরিচ ও বরফ স্বাদ ও প্রয়োজনমত      

প্রণালীঃ

  1. সমস্ত উপকরণ একসঙ্গে ব্লেন্ডারে দিয়ে ভাল করে মিশিয়ে নিন।
  2. কুচো পু্দিনা মিশিয়ে সার্ভ  করুন।