পানীয়-স্যুপ
ইওগার্ড ম্যাঙ্গো পাঞ্চ

উপকরণঃ

  1. পাকা আমের গাদ ১ কাপ,
  2. মিষ্টি দই ১ কাপ,
  3. আমের টুকরা ১ কাপ,
  4. লবণ সামান্য,
  5. বাদাম কুচি ১ টেবিল চামচ (প্রয়োজন হলে সামান্য চিনি দিতে পারে),
  6. বরফ ১ কাপ।

প্রস্তুত প্রণালী :

  1. দই সামান্য লবণ দিয়ে ব্লেন্ডারে ভালো করে ব্লেন্ড করুন।
  2. এবার আম কুচি, বাদাম কুচি ও বরফ টুকরা দিয়ে পরিবেশন করতে হবে।