জলখাবার
আনারস লেমোনেড

উপকরণঃ

  1. আনারসের রস ১ কাপ,
  2. ঠাণ্ডা পানি ১ কাপ,
  3. চিনি ২ চা চামচ,
  4. কাঁচামরিচ ১টা কুচি করা,
  5. লেবুর রস ১ চা চামচ।

প্রণালীঃ

  1. আনারসের রস করুন।
  2. এখন চিনি মিশিয়ে আধা ঘণ্টা রাখুন।
  3. এরপর পানি, লেবুর রস মেশান ও মোটা চালুনিতে ছেঁকে রস বের করুন।
  4. পরিবেশনের আগে ফ্রিজে রাখুন।
  5. ফ্রিজ থেকে বের করে বরফ কুচি দিয়ে পরিবেশন করুন।