শবে বরাত
মধুর রসে পেস্তা বাদামের শরবত

উপকরণঃ ঠান্ডা ঘন দুধ আধা লিটার, পেস্তা কুচি সিকি কাপ, আমন্ড বাদাম কুচি সিকি কাপ, মধু ২ টেবিল চামচ, চিনি ৪ টে· চামচ, বরফ কুচি আধা কাপ।

প্রণালীঃ সব উপকরণ একসঙ্গে ব্লেন্ডারে ব্লেন্ড করে পেস্তা বাদাম কুচি দিয়ে পরিবেশন করতে হবে।

সূত্রঃ প্রথম আলো, আগস্ট ১২, ২০০৮