টক ঝাল মিষ্টি
দুধ চিতই

দুধ চিতই

যা লাগবে:

  1. আতপ চালের গুড়া তিন কাপ,
  2. খেজুরের গুড় ১ কেজি,
  3. দুধ ২ লিটার,
  4. পানি ১ লিটার,
  5. পরিমান মতো লবন,
  6. এলাচ ৪/৫ টুকরা।

যেভাবে বানাবেন:

  1. পাত্রে পানি ও গুড় জাল দিন। দুধ মিশিয়ে আরও ৩০ মিনিট আগুনে রাখুন।
  2. এবার পরিমানমতো পানি চালের গুড়া ও সামান্য লবন মিশিয়ে মাঝারি ঘনত্বের গোলা বানিয়ে নিন।
  3. পিঠা গুলো তৈরি করবার জন্য মাটির খোলা বা লোহার কড়াই ব্যবহার করুন।
  4. কড়াইটি তেল দিয়ে মুছে মুছে চালের গুড়োর গোলা ঢেলে গোল গোল পিঠা তৈরি করে নিন।
  5. এবার আগের তৈরি করা গুড়ের সিরায় পিঠাগুলো দিয়ে একবার বলক এলেই চামচ দিয়ে সাবধানে নেড়ে দিন।
  6. চুলা থেকে নামিয়ে সারা রাত এভাবেই ভিজিয়ে রেখে পরদিন সকালে পরিবেশন করুন।