কোন জিনিস দিলে বাড়ে?
কপি করুন উত্তর দেখুন
গরমও নয়, ঠান্ডাও নয়, তবুও সেটা ফু দিয়ে খাই। বলুন তো এটার উত্তর কি ?
কপি করুন উত্তর দেখুন
দুই ঠ্যাং ছড়াইয়া, মাঝে দিল ভরিয়া আপন কাজ করিয়া, পড়ে দেয় ছাড়িয়া।
কপি করুন উত্তর দেখুন
ভূত নয় প্রেত নয় রাত্রীকালে চরে সাপ নয়, ব্যাঙ নয় জলে ডিম পাড়ে। যক্ষ রক্ষ নয় রক্ত চুষে খায় চোর নয়, ডাকাত নয় তবু সবে মারতে করে ধায়।
কপি করুন উত্তর দেখুন
মাথা কাটলে যেটুকু পেলে পেট কাটলেও তাই তিন অক্ষরে রাতের বেলা পাহাড়া দিয়ে যাই।
কপি করুন উত্তর দেখুন
চার পায়ে বসি, আট পায়ে চলি বাঘ নয়, ভালুক নয়, আস্ত মানুষ গিলি।
কপি করুন উত্তর দেখুন
ধাঁধাঃ শুইতে গেলে দিতে হয় না দিলে ক্ষতি হয়।
কপি করুন উত্তর দেখুন
হাত আছে পা নাই, বুক তার কাটা। আস্ত মানুষ গিলে খায়, মাথা তার কাটা।
কপি করুন উত্তর দেখুন
বলতে পার কোন সে দেশ সূর্য উঠে না কোন সে দেশে জলও নাই মানুষ থাকে না।
কপি করুন উত্তর দেখুন
মুখেতে খেলে চুমু হাসে খল খল পেটের মাঝে শুধু জল করে ছল ছল।
কপি করুন উত্তর দেখুন
কোন নুন গরম হয়?
কপি করুন উত্তর দেখুন
ব্যবহার একেই কয় মাথা গেলে পা রয়।
কপি করুন উত্তর দেখুন
চার রূপসী চার রং মিলন হলে এক রং।
কপি করুন উত্তর দেখুন
কোন সাগরে জল নেই?
কপি করুন উত্তর দেখুন
দেয়াল আছে, ছাদও আছে এমন এক ঘর ভিতর তার প্রবেশ করার একটাও নেই দ্বার।
কপি করুন উত্তর দেখুন
ধাঁধা : একজন সাঁতারু সব ভাবে সাঁতার কাটলো, কিন্তু তার চুল ভিজলো না। কী ভাবে সম্ভব?
কপি করুন উত্তর দেখুন
শীত কালে যে গায়ে উঠে অথচ ওই বনে এক পায়েতে দাঁড়িয়ে আছে স্বজাতিদের সনে।
কপি করুন উত্তর দেখুন
ধাঁধা : হাত নেই পা নেই তবু সে চলে অনাহরে মরে মানুষ এর অভাব হলে।
কপি করুন উত্তর দেখুন
এটার ভিতর ওটা দিয়া দুজনে রয় শুইয়া বাইরের লোকে যত ঠেলে , মুখটি মোটে নাহি খোলে।
কপি করুন উত্তর দেখুন
যোগী নয় সন্ন্যাসী নয় মাথার হুতাশন ছেলে নয় পিলে নয় ডাকে ঘনঘন চোর নয় ডাকাত নয় বর্শা মারে বুকে কন্যা নয় পুত্র নয় চুমু খায় মুখে।
কপি করুন উত্তর দেখুন
ধাঁধাঃ ফুটোর মাঝে ডুকিয়ে নাড়াচাড়া করে কখনো বোজে, কখনো খুলে থাকে ঘরে।
কপি করুন উত্তর দেখুন
How Can you lift an elephant with one hand?
কপি করুন উত্তর দেখুন
গান শোন কথা শোন বলার উপায় নাই কেবল শ্রুতির সব বিনোদন হাওয়া থেকে পাই।
কপি করুন উত্তর দেখুন
যমজ ভাই যায় আসে একবার গিয়ে না ফিরলে ধরেতে না প্রাণ থাকে।
কপি করুন উত্তর দেখুন
হাত নেই পা নেই মুরো লেজ আছে যেখানে সেখানে ছোটে জলে মাঠে গাছে।
কপি করুন উত্তর দেখুন
গাছে নাই, পাতায় নাই ফুলে আছে, ফলে আছে।
কপি করুন উত্তর দেখুন
কেমন স্বভাব তোর এ কেমন ধারা রাত্রে থাকিলে শুয়ে দিনে র’লি খাড়া।
কপি করুন উত্তর দেখুন
ধাঁধা : কোন ডিমে একেবারেই কোনো পুষ্টি থাকে না?
কপি করুন উত্তর দেখুন
বেটির নাম পার্বতী নাচতে নাচতে গর্ভবতী।
কপি করুন উত্তর দেখুন
ধাঁধাঃ আইছি কাজে, কইনা লাজে, আছে দুই লরা তার মাঝে।
কপি করুন উত্তর দেখুন