কাটলে একটি না কাটলে দুইটি । বলুনতো কি?
উত্তরঃ


 উত্তরঃ জমির আইল।

কপি করুন উত্তর দেখুন
কোন চুরি হাতে পারে না?
উত্তরঃ

 উত্তরঃ খিচুড়ি।

কপি করুন উত্তর দেখুন
ধাঁধা : এর আগে কে কেন থাকতেই হবে?
উত্তরঃ উত্তর : নাহলে সবাই সাত–পাঁচ ভাবতে পারে।
কপি করুন উত্তর দেখুন
ধাঁধাঃ তোর দেশেতে সূর্য ওঠে সকাল বেলা ভোর বেলাতে বলতো দেহি কোন দেশেতে সূর্য ওঠে মাঝ রাতেতে।
উত্তরঃ উত্তরঃ নরওয়ে।
কপি করুন উত্তর দেখুন
কোন আম খায় না?
উত্তরঃ

 বেয়াম।

কপি করুন উত্তর দেখুন
আটটি ৮ ব্যবহার করে কিভাবে ১০০০ তৈরি করা যাবে ? (শুধুমাত্র যোগ চিহ্ন ব্যবহার করতে হবে )
উত্তরঃ

 উত্তরঃ ৮৮৮+৮৮+৮+৮+৮=১০০০।

কপি করুন উত্তর দেখুন
কোন খানা দেখতে হয়?
উত্তরঃ


 উত্তরঃ চিড়িয়াখানা।

কপি করুন উত্তর দেখুন
১ পাউন্ড পালকের চেয়ে ১ পাউন্ড লোহা কতগুন ভারী?
উত্তরঃ

 উত্তরঃ দুটাই সমান।

কপি করুন উত্তর দেখুন
বিবাদেও থাকে মান কি পাখির ভাই প্রাণ দিয়ে ওড়ে তবু তার প্রাণ নাই।
উত্তরঃ উত্তরঃ বিমান।
কপি করুন উত্তর দেখুন
মজার ধাঁধা উত্তর সহ ছবি
উত্তরঃ দিন রাত ছলি ফিরি নাহি মোর অবসর দিন যায় মাস যায়lll, যায় চলে বছর। উত্তরঃ ঘড়ি।
কপি করুন উত্তর দেখুন
ধাঁধা : কোন টেবিলে পা নেই।
উত্তরঃ উত্তর : টাইম টেবিল।
কপি করুন উত্তর দেখুন
সুখাদ্য মোটেও না তবু লোকে খায় হুমড়ি খেয়ে অসর্তকে পড়ি এ ধরায় বৃদ্ধরা খায় যদি, করে হায় হায় যুবকে খেলে পরে লাজে মরে যায়।
উত্তরঃ

 উত্তরঃ আছার।

কপি করুন উত্তর দেখুন
বলেনতো নেপোলিয়ান কোন যুদ্ধে মারা গিয়েছিল।
উত্তরঃ উত্তরঃ তার জীবনের শেষ যুদ্ধে।
কপি করুন উত্তর দেখুন
হাত নেই পা নেই সব মানুষকে ধরে প্রভাবে কাতর হয় মাথা নুয়ে পড়ে।
উত্তরঃ

উত্তরঃ মাথা ধরা ।

 

কপি করুন উত্তর দেখুন
আমরা যমজ ভাই দাদার মাথায় বোজা আমার মাথায় নাই।
উত্তরঃ উত্তরঃ ধাঁধা ।
কপি করুন উত্তর দেখুন
ধাঁধাঃ তিন অক্ষরে নাম মোর নাচতে পারি ভাল, শেষের অক্ষর বাদ দিলে মারতেও পারি ভাল।
উত্তরঃ উত্তরঃ লাটিম।
কপি করুন উত্তর দেখুন
ধাঁধাঃ জামাই এল কাজে বলতে পারিনা লাজে, আমার একটু কাজ আছে দুই ঠ্যাঙয়ের মাঝে।
উত্তরঃ উত্তরঃ গাই দোহান।
কপি করুন উত্তর দেখুন
কোন রেটে আগুন লাগে?
উত্তরঃ


উত্তরঃ সিগারেটে।
 

কপি করুন উত্তর দেখুন
ধাঁধা : প্রাণ নাই আবার বন্ধু নয় কিন্তু চলে সাথে সাথে। আলো পেলে তবে চলে দিনে অথবা রাতে।
উত্তরঃ উত্তর : ছায়া, মানুষের ছায়া।
কপি করুন উত্তর দেখুন
কোন গুণ পুড়িয়ে খায়?
উত্তরঃ

 বেগুন।

কপি করুন উত্তর দেখুন
কেমন স্বভাব তোর এ কেমন ধারা রাত্রে থাকিলে শুয়ে দিনে র’লি খাড়া।
উত্তরঃ

 উত্তরঃ মাদুর।

কপি করুন উত্তর দেখুন
শীত কালে যার নেইকো মান গ্রীষ্ম কালে পায় সু-সম্মান।
উত্তরঃ

 উত্তরঃ পাখা।

কপি করুন উত্তর দেখুন
ধাঁধাঃ মুখেতে খেলে চুমু হাসে খল খল পেটের মাঝে শুধু জল করে ছল ছল।
উত্তরঃ উত্তরঃ হুক্কা।
কপি করুন উত্তর দেখুন
বিধাতা নির্মাণ করে নাহিক দুয়ার তাহাতে পুরুষ এক বৈসে নিরাকার যখন পুরুষবড় হয় বলবান। বিধাতার সৃজন ঘর করে খান খান।
উত্তরঃ

 উত্তরঃ ডিম।
 

কপি করুন উত্তর দেখুন
গরমও নয়, ঠান্ডাও নয়, তবুও সেটা ফু দিয়ে খাই। বলুন তো এটার উত্তর কি ?
উত্তরঃ

 উত্তরঃ বাদাম।
 

কপি করুন উত্তর দেখুন
কাঁচায় তুলতুলে পাকায় সিঁদূর যে না বলতে পারে সে ধেড়ে ইঁদুর।
উত্তরঃ

উত্তরঃ মাটির হাঁড়ি।

কপি করুন উত্তর দেখুন
কোন হাঁস ডিম পারে না?
উত্তরঃ

ইতিহাস।

কপি করুন উত্তর দেখুন
শৈশবে কেলে পানা যৌবনে লাল অবশেষে সাদা রং কার এমন হাল।
উত্তরঃ

 উত্তরঃ কয়লা।

কপি করুন উত্তর দেখুন
ধাঁধাঃ রজনীতে জম্ম তার দিবসে মরণ, বিনাশ্রমে শূন্যপথে করে সে ভ্রমণ, ক্ষণে দর্শন হয়ে ক্ষণে অদর্শন, হঠাৎ পড়িলে সবে বলে অলক্ষণ।
উত্তরঃ উত্তরঃ তা।
কপি করুন উত্তর দেখুন
পেট ভরে না তবু খায় সর্ব প্রাণি প্রথম অক্ষর বাদ দিলে খেলার নাম হয়।
উত্তরঃ

 উত্তরঃ বাতাস।

কপি করুন উত্তর দেখুন