একটুখানি জলে মাছ কিলবিল করে কারো বাবার সাধ্য নাই হাত দিয়ে তায় ধরে।
কপি করুন উত্তর দেখুন
এক ঠোঙা, ফুল ওঠে মাথা বেঁকে থাকে রোদে পোড়ে জলে ভিজে চেন নাকি তারে।
কপি করুন উত্তর দেখুন
বর্ষাকালে তিন অক্ষরে আয়েশ করে খায় কাটলে মাথা সুন্দরীদের হাতে উঠে যায়।
কপি করুন উত্তর দেখুন
পেট ভরে না তবু খায় সর্ব প্রাণি প্রথম অক্ষর বাদ দিলে খেলার নাম হয়।
কপি করুন উত্তর দেখুন
ধাঁধা : বৃদ্ধ বরফকে আপনি কী বলবেন?
কপি করুন উত্তর দেখুন
ধাঁধা চার পায়ে বসি আমরা। আট পায়ে চলি। বাঘও নই ভাল্লুকও নই তবু আস্ত কাঁধে ঝুলি।
কপি করুন উত্তর দেখুন
কালিদাস পণ্ডিতে কয় বাল্যকালের কথাlll, নয় হাজার তেঁতুল গাছে কয় হাজার পাতা।
কপি করুন উত্তর দেখুন
কোন বর কে সবাই কে চায়?
কপি করুন উত্তর দেখুন
গাছ নেই পাতা আছে খনি ছাড়া মণি আকাশ ছাড়াই তারা ফোটে কোথা শুনি।
কপি করুন উত্তর দেখুন
নেই পা, চলছে চাকা তবু তারা দুই ভাই চলছে কেবল শব্দ নাহি কভু।
কপি করুন উত্তর দেখুন
কোন কার চলে না।
কপি করুন উত্তর দেখুন
*বাচ্চাদের ধাঁধা উত্তর সহ
কপি করুন উত্তর দেখুন
টক ঝাল খেয়ো সার চা নিলে পাবে আর।
কপি করুন উত্তর দেখুন
দুই ঠ্যাং ছড়াইয়া, মাঝে দিল ভরিয়া আপন কাজ করিয়া, পড়ে দেয় ছাড়িয়া।
কপি করুন উত্তর দেখুন
আকর্ষনীয় ধাঁধা উত্তর সহ ছবি
কপি করুন উত্তর দেখুন
কোন মূলের লাল ফুল?
কপি করুন উত্তর দেখুন
ধাঁধাঃ ফুটোর মাঝে ডুকিয়ে নাড়াচাড়া করে কখনো বোজে, কখনো খুলে থাকে ঘরে।
কপি করুন উত্তর দেখুন
ছোট কালে লেজ হয় বড় কালে খসে বাঘের মত লাফ দেয় কুকেুরের মত বসে।
কপি করুন উত্তর দেখুন
শুইতে গেলে দিতে হয়lll, না দিলে ক্ষতি হয়lll, কালিদাস পন্ডিত কয় যাহা বুঝেছ তাহা নয়।
কপি করুন উত্তর দেখুন
প্রাণ নেই বন্ধু নয়, চলে সাথে সাথে আলো পেলে তবে চলে দিনে কিংবা রাতে।
কপি করুন উত্তর দেখুন
ধাঁধা : একজন সাঁতারু সব ভাবে সাঁতার কাটলো, কিন্তু তার চুল ভিজলো না। কী ভাবে সম্ভব?
কপি করুন উত্তর দেখুন
ধাঁধাঃ অন্ধ নদী পিছল পথ হয়না দিন, সদা রাত, নদীর জন্য সোবেশাম, পায়ে পড়ে মাথার ঘাম।
কপি করুন উত্তর দেখুন
একটি পরিবারে মা-বাবা ও তাদর জন ছেলে আছে॥ প্রত্যেক ছেলের একটি করে বোন আছে॥ ওই পরিবারে মোট সদস্য সংখ্যা কত??
কপি করুন উত্তর দেখুন
মার্জনা করি আমি যত মলিনতা একশটি ভাই মিলে বোঝায় একতা। নারীর হাত থাকি আমি এত সম্মান তবুও শ্রদ্ধাহীন, কী আমার নাম?
কপি করুন উত্তর দেখুন
কোন চোর চুরি করে না?
কপি করুন উত্তর দেখুন
মৃত দেহ মুন্ডু ছাড়া পেয়ে ছিলাম শিশুকালে আবার পাওয়া শক্ত।
কপি করুন উত্তর দেখুন
ধাঁধা : এক আছে এক বুড়ি। তার চোখ বারো কুড়ি। কে সে বুড়ি?
কপি করুন উত্তর দেখুন
বাঁদিক পাবে পেটটি কেটে কাটলে মাথা -মূল্য তিন অক্ষরের প্রিয় খাবার নেই কিছু তার তুল্য
কপি করুন উত্তর দেখুন
ধাঁধা : উড়তে পেখম বীর। কিন্তু ময়ূর সে নয়। মানুষ খায় গরুকে খায়, বাঘ সে নয়।
কপি করুন উত্তর দেখুন
রান্না করতে লাগে এটা পেট কাটলে অন্য কাটলে মাথা নেই দোষ, তিন অক্ষরে গণ্য।
কপি করুন উত্তর দেখুন